কোনো বাহিনীর প্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর কাছে গিয়ে করমর্দন করেন বা বিদায় নেন, নিশ্চয়ই সে ঘটনা সেই কনিষ্ঠ সদস্যদের জন্য অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে। আইজিপি বেনজীর আহমেদ তেমনই এক সুন্দর মুহূর্তের জন্ম দিলেন পাবনায়।
পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, আইজিপি বেনজীর আহমেদ গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদীতে এক সংক্ষিপ্ত সরকারি সফরে আসেন। বিদায় মুহূর্তে ডিআইজি স্যার থেকে শুরু করে উপস্থিত পুলিশ পরিদর্শক সবার সাথে কোভিডকালীন করমর্দন করলেন। সবার পালা শেষ করে তিনি ডিউটিরত কনস্টেবলদের কাছে এগিয়ে গেলেন। তাদের চোখেমুখে আমি বিস্মিত ও আনন্দিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করলাম। একজন তো সাহস করে বলে ফেলল, খুব ভাল লাগল, স্যার।
এমন ঘটনায় পাবনার তিন কনস্টেবল কেবল দারুণ উজ্জীবিত ও অনুপ্রাণিতই হননি, এমন ঘটনা সৃষ্টি করেছে দৃষ্টান্ত।
Leave a reply