আফগানিস্তান থেকে সকল একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আমরা অতিশীঘ্রই এসকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। খবর ইয়ন’র।
বুধবার(২২ সেপ্টেম্বর) আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন জি-২০ এর সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আর সেখানেই চীনের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি জানান।
তিনি বলেন, আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দেশটিকে দিনদিন দারিদ্রসীমার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমনটি চলতে থাকলে দেশটি আগামী বছরের মধ্যেই হতদরিদ্র দেশে পরিনত হবে। তাই আফগানিস্তানের বিরূদ্ধে আনা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা তীব্র জানাচ্ছি।
Leave a reply