হামিদ-মোদি বৈঠকে তিস্তা প্রসঙ্গ

|

তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়াদিল্লি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এমনটা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার নয়া দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোলার সামিটের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠকে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গ তুলে ধরলে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ঝুলে থাকা তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সুরাহা করতে চায় তার সরকার। এ ব্যাপারে সবাইকে নিয়ে সমাধানের সর্বাত্মক চেষ্টা চালানোও হচ্ছে। এসময় রোহিঙ্গা প্রত্যাবসনে ভারতের সহযোগিতাও চান রাষ্ট্রপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply