‘পবিত্র পানি’ দিয়ে মহামারি দূর করতে চাওয়া ওঝার মৃত্যু হলো করোনাতেই

|

সংগৃহীত ছবি

করোনা মহামারি শুরু হওয়ার পর ‘পবিত্র পানি’ দিয়েই মহামারি দূর করতে চাওয়া এলিয়ন্থা হোয়াইট (৪৮) নামক এক ওঝা করোনাভাইরাসেই মারা গেলেন। খবর আল-জাজিরার।

গত বছরের নভেম্বরে এলিয়ন্থা দাবি করেছিলেন, তিনি নদীতে পবিত্র পানি ঢেলেই ভারত আর শ্রীলঙ্কার করোনা মহামারি দূর করতে পারবেন।

শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি এই ‘পবিত্র পানি’ দিয়ে চিকিৎসার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু এর দুই মাস পর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনিও।

২০১০ সালে ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার হাঁটুর ব্যাথা সারানোর জন্য এলিয়ন্থাকে ধন্যবাদ জানান। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের চিকিৎসা করেছেন এলিয়ন্থা। তার মৃত্যুর পর মাহিন্দা রাজাপাকসে এক টুইটার পোস্টে শোক প্রকাশ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply