স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসের মনজুড়ানো ছোঁয়া। প্রকৃতির এই আগমনী বার্তা জানান দিচ্ছে শরত এসে গেছে।
শরতের এই রুপের বন্দনায়, শরতের আগমনকে বরণ করতে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শরত বন্দনা। সীমিত পরিসরে, স্বাস্থ্য বিধি মেনে উৎসবে অংশগ্রহন করেন সাংস্কৃতিক কর্মীরা। গান, নাচ কবিতায় এসে ধরা দেয় শরত। প্রকৃতির এই বন্দনায় উঠে আসে মহামারি করোনার প্রভাব।
তবে আগত দের প্রত্যেকের প্রার্থনা দূর হয়ে যাক মহামারি। আবারো একসাথে হাসি আনন্দে মেতে উঠবে প্রকৃতি আর প্রান। সেই সাথে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশের কথা বলেন আগতরা।
এনএনআর/
Leave a reply