পুলিশের অভিযান দেখে পালানোর সময় পড়ে গিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনা সদরের মালিগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের পাশে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আখড়া গড়ে তুলেছিলেন মাদক ব্যবসায়ী মজিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মজিবুর। কিছুদূর গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যায় সে।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মজিবুর। পুলিশ জানায়, মজিবুর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল।
Leave a reply