আবারও উত্তাল আসাম, পুলিশের অভিযানে উচ্ছেদ ২০০ পরিবার

|

সংগৃহীত ছবি

কথিত অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযানকে ঘিরে আবারও উত্তাল ভারতের আসাম রাজ্য। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চলাকালে পুলিশের গুলিতে কমপক্ষে দু’জন সাধারণ মানুষ নিহত হয়েছে। অন্তত দুইশ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।

রাজ্যের দরং জেলার সিপাছাড় এলাকায় হয় এ সংঘর্ষ। এ সময় আহত হন নয় পুলিশ সদস্য। বাসিন্দাদের দাবি, উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রতিবাদ করে তারা। বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ার শেল ও লাঠি চার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গুলি চালায় পুলিশ। এতে মৃত্যু হয় দুই বাসিন্দার।

পুলিশের দাবি, স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। সাধারণ মানুষ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কড়া ভাষায় সমালোচনা করেছেন বিজেপির নীতির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply