রাখাইনে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেয়া রোহিঙ্গা গ্রামগুলোয় সেনা ব্যারাক গড়ে তোলা হচ্ছে। সোমবার, এক প্রতিবেদনে এই তথ্য জানালো মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক টিরানা হাসানের দাবি, জানুয়ারি থেকেই আশঙ্কাজনক হারে বাড়ছে বিধ্বস্ত রোহিঙ্গা গ্রামগুলোয় সেনা উপস্থিতি। নতুনভাবে বসানো হয়েছে সেনা ব্যারাক, হেলিপ্যাড। সংস্কার করা হয়েছে সেনা নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার সড়ক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান আর স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণের মাধ্যমে এই প্রতিবেদন তৈরীর কথা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, নিপীড়নের পরও যে হাতেগোনা রোহিঙ্গারা ওই এলাকায় রয়ে গেছেন; সংস্কারের নামে তাদের ভিটেমাটি থেকে উৎখাত করা হচ্ছে।
গেলো ২৪ ফেব্রুয়ারি, হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে জানায়, রোহিঙ্গাদের ৫৫টি গ্রাম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মিয়ানমার প্রশাসন।
Leave a reply