ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. জালাল হোসেন (৪৫)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে দূর্গাপুর এলাকার রেললাইনের পাশের কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে রেলওয়ের এক কর্মচারী কাঁঠাল গাছে গামছা পেঁচিয়ে ফাঁস দেয়া লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এই ব্যাপারে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
ইউএইচ/
Leave a reply