নারী অধিকারের কণ্ঠস্বর কমলা ভাসিন আর নেই

|

কমলা ভাসিন। ছবি: সংগৃহীত।

ভারত ও দক্ষিণ এশিয়ার প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন মারা গেছেন। শনিবার স্থানীয় সময় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনে তিনি। নারীবাদী এই কর্মী ও লেখক বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সাথে লড়াই করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাসিনের সহকর্মী কবিতা শ্রীভাস্তাভা। টুইট করে কবিতা বলেন, শনিবার ভোর ৩টা নাগাদ আমাদের ছেড়ে চলে গেছেন কমলা। তার মৃত্যু ভারত এবং দক্ষিণ এশিয়ার নারী আন্দোলনের জন্য একটি বড়সড় ধাক্কা। কমলা তুমি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।

মৃত্যুর আগে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কমলা। শুক্রবার তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার মারা গেলেন কমলা।

উল্লেখ্য, সত্তরের দশক থেকে কমলা ভারত এবং দক্ষিণ এশিয়ায় নারীবাদী আন্দোলনের এক দৃঢ় কণ্ঠস্বর ছিলেন। ‘নারীবাদ পুরুষ ও নারীর মধ্যে কোনও লড়াই নয় বরং এটি একটি মতবাদ’ এই ধারণা প্রতিষ্ঠা করেছেন তিনি।
/এসজেড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply