আগামী ১২ বা ১৬ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর ‘টেলিটক’ পরীক্ষামূলকভাবে দেশে ৫জি সেবা চালু করবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘৫জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এক ওয়েবিনারে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মোস্তাফা জব্বার বলেন, কবে তারিখ চালু হবে তা এখনো নির্ধারিত না হলও ডিসেম্বর মাসেই চালু হবে। ডিসেম্বর মাসের ১২ তারিখ হলো ডিজিটাল বাংলাদেশ দিবস, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই দুইটি দিন যেহেতু বিশেষ দিন তাই ওই সময়টাতে চালু করা হতে পারে।
মন্ত্রী আরও বলেন, ৫জি ডিভাইসের সংকট থাকলেও সেবাটি চালুর আগেই ডিভাইসের সংকট কেটে যাবে। ইতোমধ্যে দেশে ৫জি স্মার্টফোন তৈরি হচ্ছে। পাশাপাশি চাহিদার ৯০ শতাংশ ৪জি স্মার্টফোন এখন দেশেই তৈরি হচ্ছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে আমাদের ৫জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।
Leave a reply