শেষ ওভারের রোমাঞ্চে দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস৷ সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে ৫ রানে। পাঞ্জাবের করা ১২৫ রানের জবাবে ১২০ এর বেশী করতে পারেনি হায়দ্রাবাদ৷
শারজাহতে টসে হেরে ব্যাট করতে নেমে ২৬ রানের মাথায় অধিনায়ক রাহুলের উইকেট হারায় পাঞ্জাব৷ এরপর হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ গেইল ১৪ এবং মার্করাম ২৭ রানে আউট হলে চাপে পড়ে যায় পাঞ্জাব৷ শেষদিকে হারপ্রিত ব্রারের ১৮ রানের সুবাদে ৭ উইকেটে ১২৫ করে পাঞ্জাব কিংস৷ হায়দ্রাবাদের পক্ষে জেসন হোল্ডার নেন ৩ উইকেট।
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়ার্নার এবং কেইন উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ৷ এরপর দলের হাল ধরেন ঋদ্ধিমান সাহা৷ তার ৩৭ বলে ৩১ রানের ইনিংসে ম্যাচে টিকে ছিল হায়দ্রাবাদ৷ শেষদিকে হোল্ডারের ২৯ বলে ৪৭ ব্যবধান কমাতে পেরেছে মাত্র৷ শেষ ওভারে ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি হোল্ডার৷ ১২০ রানেই থামে হায়দ্রাবাদের ইনিংস৷ পাঞ্জাবের পক্ষে রবি বিশ্নই নেন ৩ উইকেট৷
Leave a reply