টানা চার জয়ের পর পয়েন্ট হারিয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
সবশেষ লিগ ম্যাচে ৬-১ গোলের দাপুটে জয় পেয়েছিলো রিয়াল। সেই আক্রমণাত্মক ফুটবল এবার দেখা যায়নি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। উজ্জীবিত ভিয়ারিয়াল এদিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে দারুণ দুটি সুযোগ তৈরি করে। ১৩ মিনিটে আরনট ডানজুমা ও ২১ মিনিটে পাকো আলকাসেরের শট ফিরিয়ে রিয়াল শিবিরে স্বস্তি এনে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
বিরতির পর প্রথম আক্রমণ তৈরি করে রিয়াল। তবে মিলিতাও এর লক্ষ্যভ্রষ্ট হেড হতাশ করে স্বাগতিক সমর্থকদের। শেষ দিকে দু’দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও আসেনি কাঙ্ক্ষিত গোল। ফলে টানা চার জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল। যদিও ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে গ্যালাক্টিকোসরা।
Leave a reply