প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়ায়। রাজধানী তিউনিসে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেয় হাজারও মানুষ।
এসময় অবিলম্বে ক্ষমতা ছাড়তে তারা কায়েস সাঈদের বিরুদ্ধে স্লোগান দেন এবং পদত্যাগ দাবি করেন। বিক্ষোভে অংশ নেন আন নাহদা পার্টির নেতা রশিদ ঘানুশিসহ দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও সংসদ ভেঙে দেয়ার দুই মাস পর গেল বুধবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ নতুন ডিক্রি জারি করেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।
Leave a reply