বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করবে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস। এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরি ও নির্মাণকাজের তদারকি কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে।
সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বগুড়ার সান্তাহার থেকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। ৮৬.৫১ কিলোমিটার দীর্ঘ এই পথে ডুয়াল গেজ রেললাইন হবে।
এই রেলপথ চালু হলে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব ১১২ কিলোমিটার কমে যাবে। পাশাপাশি ভ্রমণ সময়ও কমবে প্রায় তিন ঘণ্টা।
রেল ভবনের সম্মেলনকক্ষ যমুনায় এই চুক্তি সই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী উপস্থিত ছিলেন। এই রেলপথ নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।
Leave a reply