এক কাত‌লের দাম ২৩ হাজার ৭শ’

|

দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ৭শ' গ্রাম ওজনের বিশাল আকৃতির এক‌টি কাতল মাছ।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদীতে সাগর হলদা‌র নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ৭শ’ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক‌টি কাতল মাছ। মাছ‌টি ১ হাজার ৫০০ টাকা কেজি দ‌রে ২৩ হাজার ৭শ’ টাকায় ময়মন‌সিংহে বি‌ক্রি করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে ওই মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে আসলে একটু লাভের আশায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৯শ’ টাকায় কিনে নেন।

পড়ে সম্রাট শাজাহান শেখ মাছ‌টি বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু ক‌রে ময়মন‌সিংহে বি‌ক্রি ক‌রেন। এ সময় মাছ‌টি দেখ‌তে ভিড় ক‌রেন স্থানীয় উৎসুক জনগণ।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদী‌তে এখন প্রায় প্রতি‌দিন বড় বড় মাছ ধরা পড়‌ছে। পদ্মার মা‌ছের চাহিদা অনেক। ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের এক‌টি কাতল ২২ হাজার ৯শ’ টাকায় ‌কি‌নে ২৩ হাজার ৭শ’ টাকায় বিক্রি করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply