আন্দ্রে রাসেলের ইনজুরিতেও কপাল খুললো না সাকিব আল হাসানের। আইপিএলের ৪১ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও কলকাতার একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের।
আগের তিন ম্যাচে কলকাতার একদাশে জায়গা হয়নি সাকিবের। কিন্তু শেষ ম্যাচে রাসেলের ইনজুরিতে সম্ভাবনা তৈরী হয় সাকিবের জন্য। কিন্তু তার জায়গায় কলকাতা আস্থা রেখেছে নিউজিল্যান্ডের টিম সাউদির উপর। ফলে আমিরাতে বিশ্বকাপ প্রস্তুতির অপেক্ষা বাড়লো টাইগার অলরাউন্ডারের।
২০২১ এর আইপিএলের প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও সাকিব একাদশে ব্রাত্য। টিম কম্বিনেশনের কারণেই মরুর বুকে নামা হচ্ছে না মাঠে। যার সাথে মূল কম্পিটিশন সেই সুনীল নারাইন এবারের আইপিএল এর দ্বিতীয় পর্ব খেলতে এসেছিলেন সিপিএল এর দুর্দান্ত ফর্ম সঙ্গী করে। একাদশের বিদেশিদের কেউ ইনজুরিতে না পড়লে বা পরপর কয়েকটা ম্যাচ না হারলে সাকিবের ম্যাচ পাওয়ার সম্ভাবনাও খুবই কম। যদিও রাসেলের ইনজুরিতে সাকিব সমর্থকরা আশা করছিলেন সাকিবের একাদশে থাকার। সেটি আর হয়ে উঠলো না।
Leave a reply