চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। তুলনামূলক কম শক্তিশালী দল শেরিফের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে বেনজেমা-ভালভারদের প্রচেষ্টা খুঁজে পায়নি কাঙ্ক্ষিত ঠিকানা। উল্টো প্রতি আক্রমণে লিড শেরিফের। নিখুঁত হেডে নিশানাভেদ করেন ইয়াখশিবোয়েভ।
প্রথমার্ধের বাকি সময়টা কাটে রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে। বিরতির পর সফল স্পটকিকে লসব্লাঙ্কোসকে সমতায় ফেরান কারিম বেনজেমা। ৭২ মিনিটে ব্রুনোর গোল অফসাইডে বাতিল হলে এগিয়ে যাওয়া হয়নি শেরিফের। ম্যাচের শেষ মুহূর্তে সেবাস্তিয়ান থিলের গোলে ২-১ ব্যবধানের জয় পায় শেরিফ।
ইউএইচ/
Leave a reply