ফোনে আড়িপাতা বন্ধ ও ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা ই রাকিব।
গত ১০ আগস্ট ফোনে আড়িপাতা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। রিটে ফোনালাপ ফাঁসের সুনির্দিষ্ট কয়েকটি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিমকোর্টের ১০ আইনজীবীর পক্ষে এডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।
তিনি বলেন, গত ২২ জুন এ বিষয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের কোনো প্রতিকার না পাওয়ায় রিটটি করা হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে রিটে বিবাদী করা হয়।
Leave a reply