মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বাংলাদেশের পক্ষে এই বোঝা বহন করা সম্ভব নয়। এ বিষয়ে বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সাথে অমানবিক আচরণ করছে মিয়ানমার। শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির অবস্থানেরও সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, মালদ্বীপ মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিতে পারে না। কেননা, এর সাথে দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জড়িত। এক্ষেত্রে সরকার কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে।
বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের করা মন্তব্যের সমালোচনা করেন তোফায়েল। বলেন, নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে, বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply