জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলতে পারে ২১ অক্টোবর থেকে। তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্ত দেয়া হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে এই সুপারিশ করা হয়। তবে আগামী ২ অক্টোবর সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখনই হলে উঠতে পারবে না। এছাড়া হল খুললেও ১৪ দিন পর্যন্ত চালু হচ্ছে না সশরীর ক্লাস। এসময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়াও অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র এর আগে জানিয়েছে, হলগুলো ইতোমেধ্য বাসযোগ্য করা হয়েছে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দেয়াল সংস্কার ও রং করা হয়েছে। করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য হলে হলে করা হয়েছে আলাদা হাত ধোয়ার ব্যবস্থা।
এবার হলে কোনো গণরুম না রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে সাবেকদের হলে না রাখারও।
Leave a reply