রফতানি আদেশের সাথে সাথে দরও বাড়ছে পোশাকের

|

আগস্টে নিটওয়্যার ও ওভেন মিলে গত বছরের একই সময়ের চেয়ে অর্ডার এসেছে প্রায় দ্বিগুণ। চাহিদা বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়েছে দরও। হাতে প্রচুর রফতানি আদেশ থাকায় সব ক্রেতার আহ্বানে সাড়া দিচ্ছেন না উদ্যোক্তারা।

দেশের তৈরি পোশাক বাণিজ্য নিরঙ্কুশ ক্রেতানির্ভর। আগস্টে নিটওয়্যারের মোট ৮৪ কোটি ডলার মূল্যের রফতানি আদেশ পাওয়া গেছে। গত জুলাই মাসের তুলনায়ও আগস্টের রফতানি আদেশের পরিমাণ অনেক বেশি। জুলাই মাসে রফতানি আদেশের পরিমাণ ছিল ৫৮ কোটি ডলার।

রফতানি আদেশ পাওয়ার পর পোশাক উৎপাদনে কাঁচামাল আমদানির অনুমতি ইউটালাইজেশন ডিক্লারেশন, ইউডি নেওয়ার প্রবণতা বেড়েছে। গত মাসে ১৭ হাজারের বেশি ইউডি নিয়েছে বিভিন্ন কারখানা।

পশ্চিমা বিশ্ব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। করোনার কারণে বন্ধ থাকা রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক অনুষ্ঠান আবার শুরু হয়েছে। ঘরবন্দি মানুষ আবার দেশ ভ্রমণে বের হতে শুরু করেছে। আর এর ফলে বাজারে প্রকাশ পাচ্ছে জমা থাকা চাহিদা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply