লাভা মিশেছে আটলান্টিকে, দশম দিনেও সক্রিয় কুমব্রে ভিয়েজা

|

ছবি: সংগৃহীত

সক্রিয় হওয়ার ১০ দিন পরও ‘কুমব্রে ভিয়েজা’ আগ্নেয়গিরির লাভা উদগীরণ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। স্বস্তির বিষয়, নেই কোনো প্রাণহানির খবর। তবে লাভা গিয়ে মিশেছে আটলান্টিকে।

আটলান্টিক মহাসাগরে ফুটন্ত লাভা পড়ার কারণে এলাকাটিতে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। গবেষকরা বলছেন, ৭ কিলোমিটার উপর পর্যন্ত পৌঁছেছে ধোঁয়া। নোনা পানি এবং ম্যাগমার সংমিশ্রণে সেটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

নিরাপত্তার খাতিরে লা পালমা দ্বীপের ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

কয়েকদিনের মৃদু ও মাঝারি ভূমিকম্পের পর ১৯ সেপ্টেম্বর প্রথম সক্রিয় হয় আগ্নেয় শৈলশিরাটি। লাভার স্রোত পুড়িয়ে দেয় ৬ শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ বেশকিছু সড়ক ও সেতুও।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply