রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকাকে অপসারণের দাবিতে অনশন, ৫ শিক্ষার্থী অসুস্থ

|

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, জাকারিয়া ও মাজেদুল ইসলাম। ইতোমধ্যেই তাদের হাসপাতালে নেয়া হয়েছে, চলছে প্রাথমিক চিকিৎসা।

উল্লেখ্য, বুধবার থেকেই রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে অনশন শুরু করন। তাদের দাবি, ওই ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়া শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে অপসারণ করা। এ সময় শিক্ষার্থীদের একাংশ প্রতিবাদ মিছিলসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়, দুটি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply