১টি রোল খেতে পারলেই পুরস্কার ২০ হাজার টাকা!

|

ছবি: সংগৃহীত

রাস্তার ধারে একটি রোলের দোকান। আর পাঁচটা রোলের দোকানের সঙ্গে বিশেষ পার্থক্য নেই। কিন্তু এই দোকানেই তৈরি হচ্ছে এমন এক রোল, যা শেষ করতে পারলেই পাওয়া যাবে নগদ পুরষ্কার। একদম হাতে হাতে। তবে শর্ত একটাই। রোলটি একা খেয়ে শেষ করতে হবে ২০ মিনিটের মধ্যে।

সম্প্রতি দিল্লির এক রোলের দোকানের এই অভিনব প্রস্তাব জনপ্রিয় হয়েছে সামাজিকমাধ্যমে। তবে শুনে বিষয়টি যতটা সহজ মনে হয়, আসলে ততটাও নয়। কারণ এই রোলটি সাধারণ এগরোলের তুলনায় ‘সামান্য’ বড়।

এই রোলে আছে, ৩০টি ডিম। একটি রোলের ওজন প্রায় ১০ কেজি। বানাতে সময় লাগে ১৫-২০ মিনিট।

এখনও পর্যন্ত কি কেউ এই পুরস্কার পায়নি। কারণ ওই মাপের রোল কারও একার পক্ষে খাওয়া সম্ভব না, তেমনই দাবি করেছেন বিক্রেতারাই। তবে কেউ যদি সত্যিই শেষ করতে পারে, তা হলে পুরস্কার দিতেও আপত্তি নেই তাদের।

বিশেষ ওই রোলটির ভিডিও সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই ১০ লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। অনেকেরই বক্তব্য, যে রোল একা তোলাই কঠিন, তা একা খাওয়া সম্ভব না কি!
সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply