আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বোদেন রমাদান

|

আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বোদেন রমাদান।

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বোদেন রমাদান। গতকাল বুধবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ৬৩ বছর বয়সী তিউনিসিয়ার একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপকের নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।

নাজলা বোদেন রমাদান তিউনিসিয়ার একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর হিসেবে পরিচিত। এছাড়াও বিশ্ব ব্যাংকের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

তিউনিসিয়া তথা আরব দেশগুলোর মধ্যে এই প্রথমবার সরকারের শীর্ষপদে অধিষ্ঠিত হলেন কোনো নারী। শিগগিরই তাকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশ দেয়া হয়েছে। তার নেতৃত্বেই হবে পরবর্তী নির্বাচন।

গেলো ২৫ জুলাই, জনবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। একই সাথে বিলুপ্ত ঘোষণা করেন পার্লামেন্টও। গত সপ্তাহেও নিজের ক্ষমতার পরিধি বাড়িয়ে নতুন ডিক্রি জারি করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। কিন্তু, কায়েসের পদত্যাগের দাবিতে উত্তাল এখন সমগ্র তিউনিসিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply