বাড়ছে ডলারের দাম, কী প্রভাব পড়বে খুচরা বাজারে?

|

প্রতিনিয়ত দাম বাড়ছে ডলারের। দীর্ঘদিন ডলারের দর স্থিতিশীল থাকার পর গত সপ্তাহে মুদ্রাবাজারে প্রতি ডলার সর্ব্বোচ্চ লেনদেন হয়েছে ৮৫ টাকা ৫৫ পয়সা দরে। ডলারের দর বৃদ্ধির এ প্রবণতা রফতানিকারক ও রেমিটারদের জন্য খুশির খবর হলেও আমদানির ব্যয় বৃদ্ধির ফলে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এর ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে।

আগস্টের প্রথম থেকে একটু একটু করে দর বেড়ে এ পর্যায়ে এসেছে ডলারের দাম। দীর্ঘদিন ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল থাকার পর বেড়ে যায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে আসেনি কোনো ব্যাংক।

গত ১৯ আগস্ট কয়েকটি ব্যাংকের চাহিদার বিপরীতে পাঁচ কোটি ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি ডলার।

অন্যদিকে এ সপ্তাহে ইউরো লেনদেন হয়েছে ১০১ টাকা ২০ পয়সা থেকে ১০২ টাকা ২০ পয়সার মধ্যে। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দাম। সপ্তাহের মাঝে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৬৩ টাকা ৩৪ পয়সায় বিক্রি হয়েছে। ২০ টাকা ৪০ পয়সা থেকে ৪৫ পয়সার মধ্যে ওঠানামা করেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর।

রোববার সিঙ্গাপুর ডলার সর্ব্বোচ্চ কেনাবেচা হয়েছে ৬৪ টাকা ৩৩ পয়সায়। সপ্তাহজুড়েই অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে ২২ টাকা ৮১ পয়সা। সপ্তাহের শুরুতে কম থাকলেও সপ্তাহের শেষে বেড়ে যায় কানাডিয়ান ডলারের দাম। সর্বোচ্চ হাতবদল হয়েছে ৬৭ টাকা ৭৪ পয়সায়। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৬ পয়সা পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply