দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে সতর্ক করে নির্দেশনা জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। সম্প্রতি, পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক পুলিশ অর্ডারে বলা হয়, ভবিষ্যতে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যদের (অনুমোদিত ব্যতীত) মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে।
পুলিশ অর্ডারটিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগণ অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি তার নামে ইস্যু করা অস্ত্র-গুলি ও অন্যান্য সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়। ‘এটি মোটেও কাম্য নয়’ উল্লেখ করে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার কথা বলা হয়েছে অর্ডারটিতে।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনার সময় তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ প্রেক্ষিতে পুলিশ সদস্যদের দায়িত্ববোধ নিয়ে নানা মহল থেকে সমালোচনা উঠেছিল।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply