এবার যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিধিনিষেধ জারি করেছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে আসাদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং বাধ্যতামূলক দশ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে দিল্লি।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্য থেকে ভারতে আসা যাত্রীর যে টিকাই নেয়া থাকুক না কেন, তাকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, আর বাধ্যতামূলকভাবে থাকতে হবে দশ দিনের কোয়ারেন্টাইনে।
সোমবার (২ অক্টোবর) থেকে চালু হচ্ছে এই নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা বা আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। ভারতে আসার আট দিনের মাথায় আবার করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা। ওই রিপোর্ট নেগেটিভ এলে দশ দিন পর বাইরে যেতে পারবেন তারা।
এর আগে ভারতীয়দের ব্রিটেনে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করে ব্রিটেন। এমনকি ভারতীয় ভ্যাকসিন কোভিশিল্ডকেও স্বীকৃতি দেয়নি ব্রিটেন।
Leave a reply