বিজেপিকে টুকরো টুকরো করবো: কানহাইয়া

|

ছবি: সংগৃহীত

রাহুল গান্ধীকে দেখেই কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক বাম নেতা কানহাইয়া কুমার

শুক্রবার (১ অক্টোবর) এক ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, বিজেপিকে টুকরো টুকরো করবো।

কানহাইয়া কুমারের দলবলদের পর বিজেপি নেতারা কটাক্ষ করে বলেন, ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ অর্থাৎ টুকরো টুকরো দল। সেই কটাক্ষের পাল্টা জবাবে বিজেপিকে টুকরো টুকরো করার হুমকি দিয়েছেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া।

কানহাইয়া বলেন, আমাকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ বলে তকমা দিয়েছে বিজেপি। আমি ওদের টুকরো টুকরো করবো। বিজেপি মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে দেখে না বলেও অভিযোগ করেন কানহাইয়া। তার মতে, বিজেপি শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে গান্ধীভক্তি দেখায়।

কানহাইয়া আরও বলেন, রাহুলকে গান্ধীকে দেখে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। দেশের যুব সম্প্রদায় মনে করছে, রাহুল গান্ধী সৎ ও সাহসী নেতা। ওর লড়াইয়ে সত্যতা রয়েছে। অনেকে নানা ধরনের প্রস্তাব দেন। কিন্তু যুবকদের সামনের সারিতে নিয়ে যেতে চান রাহুল। ওর মধ্যে মমত্ব আছে।

এছাড়াও কংগ্রেসকে শক্তিশালী করতেই তার দলবদল বলেও দাবি করেন কানহাইয়া। তার মতে, স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়ার ঐতিহ্য রয়েছে কংগ্রেসের। দেশের স্বাধীনতা রক্ষায় এই দলকে শক্তিশালী করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply