ব্যথার জন্য মাথা কেটে ফেলা নয়, টিকটক বন্ধ প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক

|

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ফাইল ছবি।

মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা নয়, মাথা ব্যথার মেডিসিন দিতে হবে। এমন কথা বলেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সর্বোচ্চ চেষ্টা চলছে।

শনিবার (২ অক্টোবর) সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের কারণে কিশোর গ্যাং বাড়ছে’ এ প্রসঙ্গে ছায়া সংসদ বির্তক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন র‍্যাব মহাপরিচালক।

এসময় তিনি আরও বলেন, ফেসবুক টিকটকসহ সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে। কিশোররা এসব মাধ্যমে নিজের প্রতিভা বিকশিত করতে পারে। তাই বন্ধ কোনো সমাধান হয়।

এসময় বিতর্ক প্রতিযোগিতার আয়োজকরা কিশোর গ্যাং বন্ধে সরকারের কাছে বেশকিছু সুপারিশ তুলে ধরেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply