উইঘুর মুসলিমরা সমঅধিকার ভোগ করছে বলে দাবি চীনের

|

ছবি: সংগৃহীত

চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমরা দেশটির সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাদের মতোই সমঅধিকার ভোগ করছে। এছাড়া শিক্ষা, চিকিৎসাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে অঞ্চলটিতে বলে দাবি করেছে চীন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জিনজিয়াং কর্তৃপক্ষ এসব কথা জানায়। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে প্রশাসন, এমন প্রতিশ্রুতিও দেয়া হয় সম্মেলনে।

ছাংজি হুই স্বায়ত্ত্বশাসন বিষয়ক দপ্তরের পরিচালক জিন ঝিঝেন জানান, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা রয়েছে সংখ্যালঘু বাসিন্দাদের। মসজিদ সহ অন্যান্য সংখ্যালঘুদের জন্যও উপাসনালয় তৈরি করা হয়েছে। কৃষি খাতের উৎপাদন বাড়াতেও উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি তাদের। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরা হয় এদিন।

দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে অভিযোগ, তারা নির্যাতন চালাচ্ছে জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর। তাদের দমনে নিপীড়ন সেল গঠন করা হয়েছে বলেও অভিযোগ করে আসছে বিভিন্ন পশ্চিমা দেশগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply