জেসিআই ঢাকা ইস্টের তৃতীয় সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

|

জেসিআই বাংলাদেশের সবচেয়ে পুরনো চ্যাপ্টার জেসিআই ঢাকা ইস্টের তৃতীয় সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন জেসিআই ঢাকা ইস্টের ২০২১ সালের লোকাল প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার।

জেসিআই ক্রিড, মিশন ও ভিশন‌ উপস্থাপনের মাধ্যমে শুরু হয় এই সাধারণ সদস্য সভা। এছাড়াও চ্যাপ্টারের এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিবরণ, খরচের হিসাব এবং পরবর্তী প্রজেক্ট ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের অভিহিত করা হয় এই সভায়।

চ্যাপ্টারের উন্নয়নমূলক কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় এ বছরের নতুন সদস্যদের। এছাড়াও এম ও ইউ সাইনিং এর মাধ্যমে ঝিল কুটুম ক্যাফেতে ১৫% ডিসকাউন্ট, ইন্টেরিয়ার স্টুডিওতে ২৫% ডিসকাউন্ট, রিবানাতে ১০% ডিসকাউন্ট রেরা সিক্রেট রেসিপিতে ১০% ডিসকাউন্ট এবং লেকউড প্রপার্টিজ লিমিটেডে ৫% ডিসকাউন্ট প্রোডাক্ট ও সার্ভিস ক্রয়ের সুবিধা করে দেয়া হয় জেসিআই ঢাকা ইস্টের সদস্যদের।

উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত উন্নয়ন ও গঠনমূলক কাজে নিয়োজিত একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply