ভবানীপুরসহ ভারতের পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। সকাল ১০টার মধ্যে কেন্দ্রগুলো হতে পারে ফল প্রকাশ হতে পারে। আর এই ফলের ওপরই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব।
রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গণনা শুরু হয় সমশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুরে। মমতা ব্যানার্জি প্রার্থী হওয়ায় ভবানীপুরেই নজর সবার। মমতার জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল বলছে, তারা কেবল ভোটের ব্যবধান নিয়েই ভাবছে।
সহিংসতা এড়াতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে ভোটগণনা কেন্দ্রগুলো। ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা পুলিশ।
জয় নিয়ে আশাবাদী তৃণমূল-বিজেপি দুই দলই।
Leave a reply