রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার সেলিম ও শওকত উল্লাহর রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ।
রোববার (৩ অক্টোবর) এগারোটা নাগাদ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শুক্রবার কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায় সেলিম, জিয়াউর রহমান, আবদুস সালামকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন। আর পুলিশি অভিযানে ধরা পড়ে শওকত। জিয়া ও সালামকে রাখা হয়েছে উখিয়া থানায়।
এর আগে, অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ।
Leave a reply