পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে ভোটগণনার শুরু থেকেই ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টম রাউন্ডের গণনা শেষে, প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি।
এরই মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় বিজয়োৎসবে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কলকাতার পৌর মেয়র ফিরহাদ হাকিমের জোরালো দাবি, ৫০ থেকে ৮০ হাজার ভোটের ব্যবধানে জয় পাবেন মুখ্যমন্ত্রী। শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যবধান বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছিল। ফলাফল যাই হোক; দাবি আদায় বা আন্দোলনের জন্য পথে থাকবে, এমন বক্তব্য বিরোধীদের।
ভবানীপুর আসনে মোট ২১ রাউন্ডে হবে ভোটগণনা। দুপুর নাগাদ মিলতে পারে পূর্ণাঙ্গ ফলাফল। মুর্শিদাবাদের জঙ্গিপুরেও এগিয়ে তৃণমূল প্রার্থী। সামশেরগঞ্জে চলছে ভোট গণনা। সহিংসতা এড়াতে ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে গণনাকেন্দ্রগুলো। এছাড়াও জারি রয়েছে ১৪৪ ধারা।
Leave a reply