রাসেল ও শামীমার মুক্তিসহ ইভ্যালির ক্ষতিগ্রস্ত ভোক্তাদের ৭ দফা দাবি

|

ই-কমার্স বাংলাদেশের সম্ভাবনাময় খাত যা দেশের জিডিপির সাথে সাথে দেশের বেকার সমস্যা দূর করে। তাই সরকারের উচিত এই সেক্টরকে সুরক্ষার জন্য সরকারিভাবে সহায়তা প্রদান করা, এমন মন্তব্য করেন ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তারা।

রোববার (৩ অক্টোবর) সকালে নসরুর হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইভ্যালির ক্ষতিগ্রস্ত ভোক্তারা ই-কমার্স প্লাটফর্মের সুরক্ষার জন্য সরকারি সহায়তা চান। সহায়তা না পেলে তাদের পথে বসতে হবে বলেও জানায় তারা।

এসময় তারা রাসেল ও শামীমা নাসরিনের মুক্তিসহ ৭ দফা দাবি তুলে ধরেন। এছাড়াও তাদের নজরদারিতে রাখার মাধ্যমে ব্যবসার সুযোগ দেয়া, ই-কমার্স প্লাটফর্মগুলোকে প্রণোদনা দেয়া ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্সসহ ব্যাংক গ্যারান্টি প্রদান করারও দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply