মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিতে হবে: পলক

|

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ছয় দফা, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের নির্মম হত্যাকান্ডের দিনগুলো তুলে ধরতে হবে সবার কাছে।

রোববার (৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে শেখ রাসেল ওয়েবসাইট উদ্বোধন ও অনলাইন কুইজ কনটেস্ট প্রতিযোগিতা শেষে একথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের প্রতিটি ইতিহাসের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের দশটি বছর জড়িয়ে আছে। ওয়েবসাইট উদ্বোধন ও অনলাইন কুইজ প্রতিযোগিতা সেই প্রক্রিয়ার একটি অংশ। কুইজে অংশ নিতে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply