নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁ-সান্তাহার-ঢাকা সড়ক এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের দুটি প্যাকেজের কাজ শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ১২টি প্যাকেজে ৭৪ কিলোমিটার কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৮৭ কোটি টাকা। এরমধ্যে নওগাঁর ঢাকা মোড় থেকে চৌমাসিয়া পর্যন্ত দুইটি প্যাকেজের ব্যায় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply