নিহত কৃষক পরিবারের সাথে সাক্ষাতের সময় আটক হন প্রিয়াংকা গান্ধি

|

নিহত কৃষক পরিবারের সাথে সাক্ষাতের সময় আটক হন প্রিয়াংকা গান্ধি

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে সহিংসতায় প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন; যাদের ৪ জনই কৃষক আন্দোলনের সাথে যুক্ত। এদিকে হত্যার শিকার কৃষকদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

কংগ্রেস বলছে, রোববার রাতে লখনৌ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। পরে পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। এসময় পথে দফায় দফায় বাধা দেওয়া হয় তাদের বহরে। পরে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। নিয়ে রাখা হয় সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে।

প্রতিবাদ জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে চাওয়ায় আটক করা হয়েছে। গ্রেফতারি পরওয়ানা ছাড়া এভাবে আটক করা হেনস্তা ছাড়া কিছু নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply