হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো লিভারপুল-ম্যানসিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ফলে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষে উঠতে পারেনি দু’দলের কেউই।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় দাপট দেখিয়েছে পেপ গার্দিওয়ালার ম্যানসিটি। কিন্তু সব আক্রমণের সামনে বাঁধা হয়ে দাড়ান লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। বিরতির পর সাদিও মানের গোলে ডেডলক ভাঙ্গে অলরেডসরা। মিনিট দশেকের মাথায় সিটিজেনদের সমতায় ফেরান ফিল ফোডেন। ৭৬ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে আবারো এগিয়ে যায় লিভারপুল। তবে পাঁচ মিনিট পর আবারো সমতায় ফেরে ম্যানসিটি। স্কোরশিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনা।

এদিকে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পার। অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ২-১ গোলে। টটেনহ্যামের হয়ে প্রথম গোল হজবার্গ দিলেও তাদের দ্বিতীয় গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী শটে। ভিলার হয়ে এক গোল শোধ করেন ওটকিনস।

লিগে ৭ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপে আছে টমাস টুখেলের চেলসি। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিনে অবস্থান লিভারপুল ও ম্যানচেস্টার সিটির। ১২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে আটে। আর অ্যাস্টন ভিলা আছে টেবিলের দশ নম্বরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply