আবারও দক্ষিণ কোরিয়ার সাথে টেলিফোন যোগাযোগ চালু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় এ তথ্য।
সোমবার (৪ অক্টোবর) দু’দেশের হটলাইন চালুর মাধ্যমে এই যোগাযোগ শুরু হলো। এর ফলে দিনে সর্বোচ্চ দু’বার যোগাযোগ হবে দুই কোরিয়ার মধ্যে।
কয়েক মাস আগে উত্তর কোরিয়ার সামরিক পদক্ষেপের সমালোচনা করে ফোন যোগাযোগ বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।
সিউল জানায়, পিয়ংইয়াং মুখে শান্তি এবং সুসম্পর্কের জন্য শর্ত মানার কথা বললেও অস্ত্রের সক্ষমতা বৃদ্ধি এবং পরীক্ষা অব্যাহত রেখেছে। এই দ্বৈত অবস্থান কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই উল্লেখ করে দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া।
Leave a reply