একরাতের বৃষ্টিতেই জলাবদ্ধ রংপুরের নিম্নাঞ্চল

|

একরাতের টানা বৃষ্টিতেই ওভার ফ্লো হয়েছে রংপুর মহানগরীর শ্যামাসুন্দরী ও ক্যাডি ক্যানেল। জলাবদ্ধ হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চল। বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত বছরের মতো নজীরবিহীন জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা নগরবাসীর। যদিও মেয়র জানিয়ছেন, পানি নিষ্কাশনে জরুরি অপারেশন চলছে।

আবহাওয়া অফিসের তথ্য, সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুরসহ আশেপাশের এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর তাতেই উপচে পড়ে নগরীর পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম শ্যামাসুন্দরী ও ক্যাডিক্যানেল। ক্যানেলগুলো ছাপিয়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি।

মূল সড়কে পানি না উঠলেও ভেতরের অনেক সড়কে ডুবে যায়। পানি ঢুকে পড়ে কোতোয়ালী থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের চত্বরেও। মেয়র বলছেন, জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পের বাস্তবায়ন হলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে জানান, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

গেল বছর এই সময়ে ৩৬ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত দেখেছিল নগরবাসী। সে সময় প্রায় ৭ দিন জলাবদ্ধ ছিল নগরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply