যেসব বিদেশি চ্যানেল আইনের তোয়াক্কা করে না, তাদের পক্ষে ওকালতি নয়: তথ্যমন্ত্রী

|

ক্লিন ফিড ইস্যুতে যে সব বিদেশি চ্যানেল বাংলাদেশের আইনের তোয়াক্কা করে না, তাদের পক্ষে ওকালতি করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বেশিরভাগ দেশে ক্লিন ফিড দিয়ে চলে বিদেশি চ্যানেল। ক্যাবল ও ডিটিএইচ সেবাদানকারীদের দুই বছর সময় দেয়ার পরও তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।

ক্লিনফিড দেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও যারা দেশে ডাউনলিংক করছে তাদের। লাইসেন্স দেয়ার সময় তারা এই শর্ত মেনে নিয়েছে। তিনি বলেন, ২৪টির বেশি চ্যানেল বিজ্ঞাপণমুক্তভাবে ক্লিন ফিডে চলছে। কিন্তু ক্যাবল অপারেটররা তা না চালিয়ে তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে। তাই আইন ভঙ্গ করে দেশের ক্ষতি হতে দেয়া হবে না। এসময় দেশের স্বার্থে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply