মেয়াদ শেষে পৌর মেয়রদের পদ ছাড়ার নির্দেশনায় বেনাপোল আওয়ামী লীগের আনন্দ মিছিল

|

ফাইল ছবি।

বেনাপোল প্রতিনিধি:

৫ বছর মেয়াদ শেষ হলে পৌর মেয়রদের পদ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে পৌরসভার দায়িত্বে আসবেন প্রশাসক। এই সরকারি ঘোষণার পর আজ সোমবার (৪ অক্টোবর) বিকেলে বেনাপোল বাজারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে সমাবেশটি বেনাপোল বাজারের নুর শপিং চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল।

সমাবেশে সরকারকে এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগের শার্শা থানা সভাপতি অহেদুজ্জামান অহিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান তেীহিদ।

সমাবেশে বক্তারা বলেন, পৌরমেয়র আশরাফুল আলম লিটন গত ১১ বছর ধরে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বেনাপোল পৌর সভার নির্বাচনকে বন্ধ করে রেখেছে। মেয়র ও পৌর সচিবের দূর্নীতির সুষ্ঠু তদন্ত করার জোর দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply