উপকূলে ফিরছেন চট্টগ্রামের জেলেরা

|

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর উপকূলে ফিরছেন চট্টগ্রামের জেলেরা। কর্ণফুলী নদীর তীরে নোঙর করেছে মাছ ধরার নৌকা।

রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই ডাঙায় ফিরতে শুরু করেছেন জেলেরা। ঘাট এলাকায় এখন মাছ ধরার সরঞ্জামাদি গোছাতে ব্যস্ত তারা।

অলস সময় কাটছে কারও, কেউবা ব্যস্ত বোট ও জাল মেরামতে। তবে এবার নির্দিষ্ট সময়ের আগে নিষেধাজ্ঞার কারণে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ হয়নি বলছেন জেলেরা। সরকারি সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের।

২২ দিনের নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহণ, মজুদ ও বিনিময় বন্ধ। ফলে সাগর থেকে ফিরেছেন বেশিরভাগ জেলে। দিনে চলছে জাল, বোটের ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম ডাঙায় তোলার কাজ।

কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরার আগেই আবার নিষেধাজ্ঞায় হতাশ জেলেরা। আর কয়েকদিন সময় পেলে এ খাতের সাথে জড়িতরা উপকৃত হতেন বলে দাবি তাদের।

নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামে জেলেদেরকে ২০ কেজি করে চাল দেয়ার কথা। তবে তা থেকেও বঞ্চিত হন বলে অভিযোগ অনেকের।

নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে আবারও সাগরে ইলিশ শিকারে যেতে পারবেন জেলেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply