দ্বিতীয়দফায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আবি আহমদ। দেশটির টাইগ্রে অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত চলাকালেই হয় এ অভিষেক অনুষ্ঠান।
সোমবার ৪৫ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী আবি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন।
দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন প্রোসপারিটি পার্টি পার্লামেন্টের ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে জয়লাভ করে।
তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে নির্বাচন বর্জনকারী বিরোধীরা। তাদের অভিযোগ ক্ষমতাসীনরা দেশের টাইগ্রে অঞ্চলে সামরিক হয়রানি এবং ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সাথে লড়াইয়ে লিপ্ত। প্রাণ হারিয়েছে শত-শত বেসামরিক মানুষ। সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ এবং মানবিক সংকটের।
এনএনআর/
Leave a reply