ওমান ও ইরানে সাইক্লোন শাহিনের তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৩

|

ছবি: সংগৃহীত

ওমান ও ইরানে আঘাত হানা সাইক্লোন শাহিনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৩ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

ওমানের উত্তরাঞ্চলে ঝড়ের প্রভাবে প্রবল বন্যা এবং ভূমিধস হয়েছে। এছাড়া ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। রেকর্ড করা হয় ৩৭০ মিলিমিটার বৃষ্টিপাত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আল-বাতিনাহ প্রদেশেই মৃত্যুবরণ করেছেন ৭ জন। এছাড়া, পাশের শহরে ভূমিধসে আরও ৪ জনের প্রাণ গেছে। নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে উপকূলীয় এলাকার ৫ হাজারের বেশি মানুষ।

এদিকে, ইরানে প্রচণ্ড ঝড়ে সমুদ্রে থাকা দুই মৎসজীবীর মরদেহ উদ্ধার হয়েছে উপকূলে। নিখোঁজ রয়েছে আরও ৩ জেলে।

ঝড়ের প্রভাবে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগও। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে প্রতিবেশী দেশ দুটিতে। শাহিনের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাতেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply