প্যানডোরা পেপার্সে উঠে এসেছে বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা ও জার্মান সুপারমডেল ক্লডিয়া শিফারের নামও।
তবে মিউজিক ডিভা শাকিরার আইনজীবীর দাবি, শাকিরা তার কোম্পানি থাকার কথা আগেই প্রকাশ করেছিলেন। তিনি কর-সংক্রান্ত কোনও সুবিধা নেননি।
বিভিন্ন অফশোর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন প্রায় ৩৫ জন বর্তমান-সাবেক নেতাসহ বিভিন্ন তারকা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার কথা ‘প্যানডোরা পেপার্স’ নামের নথিপত্রে উঠে এসেছে। এটিকে এ যাবৎকালের অন্যতম বৃহৎ আর্থিক নথিপত্র ফাঁসের ঘটনা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের পাশাপাশি রয়েছে সাবেক ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামও।
আইসিআইজে তাদের প্রতিবেদনে বলছে, গোপন নথির মাধ্যমে অফশোর সম্পদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার, পপ মিউজিক ডিভা শাকিরা, সুপারমডেল ক্লডিয়া শিফার এবং ‘লেল দ্য ফ্যাট ওয়ান’ নামে পরিচিত ইতালীয় মবস্টার।
গত সাত বছরে প্যারাডাইস পেপার্স, পানামা পেপার্স ইত্যাদি নামে যেসব গোপন দলিল ফাঁস হয়েছে, এবারের প্যানডোরা পেপার্স হচ্ছে তার সবশেষ ঘটনা।
এনএনআর/
Leave a reply