মিয়ানমার থেকে অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সীমান্তে গুলি চালায় না বাংলাদেশ। এ সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র এবং মাদক দেশে প্রবেশ করে। তবে চোরাচালান রোধে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে। নিজেদের ব্যবসার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
ইউএইচ/
Leave a reply